একটা কিছু কি পুড়ে যাচ্ছে?
না অনেক কিছুই পুড়ে যাচ্ছে।
পুড়ছে আশা পুড়ছে ভাষা
পুড়ছে ক্ষেত পুড়ছে চাষা।
 কি কিছু ?
 মন মাথা আর মগজ
 বেশ্যা দালাল রুটি রুজি
 সাদা বক কর্ণফুলি কাগজ।
পুড়ে যাচ্ছে অনেক কিছুই
বারোয়ারী মুদি ময়রা রস
সবুজ স্বাধীনতা পবিত্র পতাকা
রোলটানা কথা কাঁঠালের কস।
দর্জির কাপর সুতার রিল
পুড়ে যাচ্ছে স্কুল ছাতা
ঘন্টা ড্রিল পানির কল
কাঠের বেঞ্চি হাজিরা খাতা।
বিবেক বুদ্ধি যাচ্ছে পুড়ে
পুড়ে কয়লা মানুষ অমানুষ
রাজনীতি আর সাধক পুড়ছে
বেঘোরে যাচ্ছে মানবিক হুস।
পাপ পোড়ে পূন্য পোড়ে
পোড়ে তরঙ্গ পথ ঘাট
হরহামেশা পুড়তে দেখি
কাফনও পোড়ে শ্মশান রাত।
পুড়ে যাচ্ছে মসজিদ মন্দির
যীশু বিষ্ণু কোরান গীতা
হালাল পুড়ছে হারাম পুড়ছে
পুড়ছে রহিমা পুড়ছে সীতা।
বন্দনা আর ঈশ্বর পোড়ে
একা কি পোড়ে জল?
বৃষ্টি পোড়ে ফাগুন পোড়ে
দেখো আকাশও পুড়বে অবিরল।
৬ সেপ্টেম্বর ২৫



 
                                    
