Homeকবিতামনুষত্বের ক্ষয়

মনুষত্বের ক্ষয়

এখানে দিস্তার পর দিস্তা ভরে
শুধু ঘৃণাই শেখানো হয়
এখানে বিশ্বাস ভেঙে চূর্ণ করে
ফোবিয়া গেলানো হয়।
এখানে সবাই পাপী সবাই মন্দ-
সে ধারণাই দেয়া হয়
এখানে ভালোর চাইতে নোংরামো নিয়ে
চর্চাটা বেশি হয়।
এখানে হিপোক্রেসির তুমুল গল্পে
নাটক সিনেমা হয়
এখানে আযান আর উলুধ্বনিকে
শত্রু বোঝানো হয়।
এখানে বিভেদ আর বৈষম্যের
পাহাড় রচনা হয়
এখানে নিজেরা ভালো
শুধু অপরের নিন্দাই লেখা হয়।
এখানে আপন আর পর ভিন্ন-
এমন মন্ত্র পড়ানো হয়
এখানে ধনীর সাথে গরীবের
পার্থক্য ফোটানো হয়।
এখানে প্রতারকরাই প্রভু-
এমন মিথ্যে রটানো হয়
এখানে নেগেটিভ সব খবর দিয়ে
পত্রিকা ছাপা হয়।
এখানে পরোপকার জাদুর কাঠি-
জাদুঘরে রাখা হয়
এখানে সিন্ডিকেট আর ক্ষমতার জোরে
প্রতিভার ক্ষয় হয়।
এখানে মানুষ থেকে মনুষ্যত্ব যোজন দূরে রয়;
এখানে মানুষ থেকে মনুষ্যত্ব যোজন দূরে রয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

SahityaPotrika.com · WordPress Showcase ·
Casino Siteleri · Bahis Siteleri · Kumar Siteleri
Casino Sites · Betting Sites · Gambling Sites