এখানে দিস্তার পর দিস্তা ভরে
শুধু ঘৃণাই শেখানো হয়
এখানে বিশ্বাস ভেঙে চূর্ণ করে
ফোবিয়া গেলানো হয়।
এখানে সবাই পাপী সবাই মন্দ-
সে ধারণাই দেয়া হয়
এখানে ভালোর চাইতে নোংরামো নিয়ে
চর্চাটা বেশি হয়।
এখানে হিপোক্রেসির তুমুল গল্পে
নাটক সিনেমা হয়
এখানে আযান আর উলুধ্বনিকে
শত্রু বোঝানো হয়।
এখানে বিভেদ আর বৈষম্যের
পাহাড় রচনা হয়
এখানে নিজেরা ভালো
শুধু অপরের নিন্দাই লেখা হয়।
এখানে আপন আর পর ভিন্ন-
এমন মন্ত্র পড়ানো হয়
এখানে ধনীর সাথে গরীবের
পার্থক্য ফোটানো হয়।
এখানে প্রতারকরাই প্রভু-
এমন মিথ্যে রটানো হয়
এখানে নেগেটিভ সব খবর দিয়ে
পত্রিকা ছাপা হয়।
এখানে পরোপকার জাদুর কাঠি-
জাদুঘরে রাখা হয়
এখানে সিন্ডিকেট আর ক্ষমতার জোরে
প্রতিভার ক্ষয় হয়।
এখানে মানুষ থেকে মনুষ্যত্ব যোজন দূরে রয়;
এখানে মানুষ থেকে মনুষ্যত্ব যোজন দূরে রয়।



 
                                    
