Homeগল্পলাইফ ইজ আনপ্রেডিকটেবল

লাইফ ইজ আনপ্রেডিকটেবল

জীবন সত্যিই আনপ্রেডিকটেবল। পৃথিবীতে দামী এবং সুন্দর শব্দ হলো ভালোবাসা। যা কিনা চাইলেই পাওয়া যায়। যা দিয়ে সবটা নিজের করে নেওয়া যায়। আজকে বলবো আমাদের রোজকার জীবনের এমনি একটা ছোট ভালোবাসার মুহুর্তের গল্প।

আমি ( অপর্না) প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন‍্য। অফিসে যাবো বলে। ট্রেনে উঠেই দেখি আমার সিটের পাশের সিটে একটি মেয়ে বসা। মেয়েটির হাতে ট্রেনের টিকিট, আর সে এদিক ওদিক তাকাচ্ছে। সেটা দেখেই বুঝতে পারলাম মেয়েটা এই শহরে নতুন। কারণ আমরা যারা রোজ এই ট্রেনে যাতায়াত করি আমাদের সকলের পাশ করা আছে। মেয়েটার সামনের সিটে একটা ছেলে বসা ছিল। অনেকক্ষণ ধরে দেখছি তারা দু’জন দু’জনের দিকে তাকাচ্ছিল বারবার।

ট্রেন সামনের একটা স্টেশনে ঢুকছে ঠিক তখনই ছেলেটা হাত বাড়িয়ে Hi বলল মেয়েটাকে।

ঐ স্টেশন থেকে আমার গন্তব্য যেতে ৩০ মিনিট লাগে। আর এই ৩০ মিনিট তারা দু’জন প্রচুর কথা বলছিল। তাদের দু’জনের যে কথা বলতে ভালো লাগছে সেটা তাদের দেখে বোঝা যাচ্ছিল।

আর মজার বিষয় হলো ছেলেটাও এই শহরে নতুন। হেটফোন বন্ধ করতেই শুনলাম ছেলেটা বলল ” I am new in this city too ”

ট্রেন স্টেশনে আসার আগেই দু’জন দু’জনের নম্বর এক্সচেঞ্চ করে নিল।
জানিনা তাদের গল্পটা কতদূর কি হবে। কিন্তু এটুকু বুঝতে পারলাম যে,
” Life is Unpredictable ” আমি দরজায় দাড়িয়ে পুরো ঘটনার সাক্ষী হয়ে থাকলাম।
সত্যিই তো এই পৃথিবীর সমস্ত প্রান্তে রোজ রোজ এমন কত ঘটনায় তো ঘটে। কত অচেনা মানুষ একে অপরকে চিনতে শুরু করে। একটা নতুন অধ‍্যায়ের সুচনা হয়। সম্পর্কের গভীরতা বাড়ে।
আসলে এটাই তো জীবন। যেখানে কার সঙ্গে কিভাবে দেখা হয়ে যাবে, আমরা কেউই জানিনা।

আর এভাবেই চলার পথে কোন মোড়ের বাকেঁ, কিংবা ট্রেনের সিটে, নয়তো বাসের ভীড়ে বা মেট্রো স্টেশনে এরকম কত নতুন গল্প শুরু হয়। কত পুরনো গল্পে একটা যত্নের প্রলেপ পরে। আবার কিছু গল্প মাঝ পথেই থমকে দাড়ায়। তবে দিনের শেষে জিতে যায় ভালোবাসা।

আসলে ভালোবাসার সত্যিই কোন সঙ্গা হয় না। ভালোবাসা কোন শর্ত বোঝে না। আজকের দিনে দাড়িয়ে চারপাশে তাকালে বড্ড প্রাসঙ্গিক হয়ে উঠে বিচ্ছেদ।

সম্পর্করা কি সহজেই বিকিয়ে যায়। আমরা শুধু একের পর এক অপশন খুজেঁ যাই। ভুলে যাই ভালবাসতে।
অথচ আমাদের জীবনটা তো মাত্র কয়েকটা মুহুর্তের। আছি থেকে নেই হতে সময় লাগে মাত্র একটা মুহুর্ত।
তাই বলছি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকার সৌভাগ্য রয়েছে আমাদের, ততদিন ভালবেসে যান। তবে মনে রাখবেন, ভালবাসা বরাবরই নিঃসার্থ হয়।
তাই বরং ভালোবাসায় ভাল থাকুন।

উম্মে সামসাদ জেরীন
তেইশ_বার_তেইশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

উম্মে সামসাদ জেরীন
উম্মে সামসাদ জেরীন
মানুষ ঠিক ততক্ষণ অবধি ভালো থাকতে পারে,যতক্ষণ তার নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা অন্য কারো হাতে না যায়।

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য