উম্মে সামসাদ জেরীন
আমি ভেবেছিলাম তোমার সঙ্গে
সেঞ্চুরি করবো।
কাটিয়ে দিবো অজুত কোটি বছর।
কিন্তু হাফ সেঞ্চুরিতে আটকে
গেলাম।
ভেবেছিলাম তুমি ছাড়া আমার
জীবনটা অচল পয়সা হয়ে যাবে।
ভেবেছিলাম এক অপার যাত্রায়
তুমিই আমার সঙ্গী হবে,
আর একটা কবিতার অকাল
মৃত্যু হবে তোমার বিরহে।
অথচ এর কিছুই হলো না,
একটা আস্ত কবিতা হয়ে গেল।
হোঁচট খেয়ে বাঁচা নিঃসঙ্গ চোরা
বালিতে তোমার মতোই হারিয়ে গেছে,
তোমাকে না পাওয়ার তীব্র
আকাঙ্ক্ষাগুলো।
শরতের শেষে যেমন হেমন্ত আসে
শীতের আগমনী বার্তা নিয়ে।
এখন হেমন্তের সকালে সূর্যটা
প্রতিদিন নতুন বার্তা নিয়ে আসে
নতুন ভাবে বাঁচার সব আয়োজন।
বিশ্বাস করো তোমার সঙ্গে
বলা কথাগুলো,
অফিসের বিভিন্ন ক্লেইন্টের সঙ্গে
বলা কথা মনে করে ভুলে গেছি।
ভার্চুয়াল স্ক্রিনে এখন তোমার সবুজ
আলোটা সবার নিচে অবস্থান করে আমজনতার মতো।
তাই বলে তোমাকে ব্লক করিনি।
ব্লক করাটা আমার কাছে নিছক ছেলেমানুষী মনে হয়।
আর এটাও আমার জানা
ব্লক লিস্টে পৃথিবীর সব
ভালোবাসার মানুষের জায়গা হয়।
চাওয়া-পাওয়ার দ্বন্দ্বহীন আমার নতুন পৃথিবীতে তুমি সাড়ে আঠারো কোটি মানুষের একজন।
তুমি স্পেশাল কেউ না।