এই যে তুমি খাচ্ছো ভাত,
সাদা জুঁইয়ের মত,
জানো কি মা,ভাতটা পেতে,
কষ্ট কত শত?
ভাতটা আসে চাল থেকে,
যখন মা তা রাঁধে,
রান্না শেষে, মিষ্টি হেসে,
তোমায় খেতে সাধে।
তারও আগে,বাজার থেকে,
চালটা বাবা আনে,
বাজার করার কষ্ট কত,
বাবা সেটা জানে।
চালটা আসে কেমন করে,
তুমি কি তা জানো?
কারখানাতে হয়না এটা,
এটা তো নয় ডানো!
রোদে পুড়ে,বৃষ্টি ভিজে,
চাষীরা ধান বোনে,
তাদের দুখের কথা মানুষ,
কেই বা কখন শোনে!
মাটি যে দেয় ভালোবাসা,
রোদ বাতাস আর পানি,
অনেক যতন শেষে কিষাণ,
ধানটা আনে ভানি।
এই যে তোমার সামনে,দেখো,
জুঁইয়ের মত ভাত,
এর পেছনে আছে অনেক,
পরিশ্রমের হাত।
তারা সবাই আছে বলেই,
তুমি আছো ভালো,
সবার কথা, জানবে ধীরে,
ছোট্ট পাখি, আলো!
বাহ!! বেশ ভালো লাগলো!