Homeকবিতাআরও অপেক্ষা

আরও অপেক্ষা

বারকোশ ভরা শুন্য চায়ের কাপ।
আবেগ, অনুভুতি ও স্বাদহীন আলোচনা।
প্রতীক্ষামান ব্যক্তি নান্দনিক,
তৃষ্ণা মিটাবার আশায়।
অপেক্ষা,
আরও অপেক্ষা।

ভাণ্ডারপূর্ণ তত্ত-যুক্তিবিহীন বিদ্যা।
একাধিক বিষয়ে অনুপযুক্ত বিস্তর ভাবনা।
উদাসময়ী  দার্শনিক,
শাস্ত্র অধ্যয়নের আশায়।
অপেক্ষা,
আরও অপেক্ষা।

ভরদুপুরে মেঘের আকাশ অন্ধকার।
চেনা শহরটা এই মুহুর্তে অচেনা।
অপেক্ষারত পথিক,
পথ চিনিবার আশায়।
অপেক্ষা,
আরও অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শরিফুল স্মরণ
শরিফুল স্মরণ
লেখক । পোশাক নকশাকার

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য