দু:খেরা যেবার আমার জন্য এলো,
তখন আমি দেখেছিলাম বেআব্রু আলোর রোশনাইয়ের ভেতর অতিকায় এক ব্যাঙের ছাতা,
ওপেনহাইমারের মতো ভগবত গীতা আওড়ানো হয় নি আমার
তার বদলে আমি শুধুই বলতে পেরেছিলাম “জীবন”
এখন আমার ভেতরে বক্ষকোটর নয় যেন অবিস্ফোরিত এক গ্রেনেডের খোলস
তবুও সিরিয়ার সেই মায়ের মতো আমিও চাষ করে যাব রক্তগোলাপ,
ধ্বংসলীলার স্মৃতি বয়ে বেড়ানো কোনো পরিত্যক্ত বন্দুকের মাথায় তবুও গুজে দেব জুঁইফুল
সাঁজোয়া ট্যাংকের গায়ে আঁকব ভগবান বুদ্ধের ছবি!
আর কেয়ামত এলে ঈস্রাফিলের শিঙ্গার সামনে দাঁড়িয়ে যাব আবু সাঈদের মতো দুই হাত প্রসারিত করে!
যতবার মৃত্যু আসবে এই পৃথিবীতে
হয়তোবা নেতানিয়াহুর বেশে
আবার কখনোবা অন্যকোনো দানব ফ্রাঙ্কেনস্টাইন এর মতো
ততবার মৃত্যুর বিপরীতে আমি দাঁড়িয়ে যাব
উদাত্ত কণ্ঠে বলব জীবনের কথা
যতবার আমাকে মেরে ফেলা হবে
ততবার তোমাদের স্বপ্নের ভেতর এসেও বলব আমি
জীবনের কথা!