বেদুঈন এর মতো ঘুরে বেড়াই—
মরুর বুকে ইসমাইল মাতা হাজেরা থেকে শুরু করে আজ আমি কিংবা আমার পরেও যারা আসবে ক্লান্ত প্রাণ;
দৌড়াচ্ছি আমরা কাতর বুক নিয়ে,
যেন এই বিস্তীর্ণ মরু, আমাদেরই বুকের মতো
এক শূন্য গোলকধাঁধা।
আর কতটা পথ পাড়ি দিলে,
আর কত খোলস পথে ছেড়ে এলে,
আমাদের ক্লান্তির পারদ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলে তবে কী
সাফা-মারওয়ার বুক চিরে বের হবে জল?
আমাদের অশেষ ক্লান্তি, তৃষ্ণার শান্তির সাদা ঝান্ডা দেখিয়ে অবশেষে কী আমরা ঘুমাবো?
কারবালার ময়দান থেকে শুরু করে
জীবন্ত কবরস্থানের প্রতিশব্দ গাজা পর্যন্ত,
পথ রক্তেরা পাড়ি দিলে তবে কী
আরেকটি যুদ্ধশিশুর জন্ম থেমে যাবে?
আর কতটা পথ পাড়ি দিলে
আমাদের ঘর আসবে?
আমরা আবার ঘুমাবো
যেমন করে তুফানের রাতে লণ্ঠণের নিভু নিভু আলোয়
মায়ের বুকে নিদ্রা যেতাম?
আর কতটা পথ পাড়ি দিলে তবে
রিক্ত স্পন্দিত বুকে মনে হবে
আমিই সিলসিলা!