সাইকা আলম
তারা তুমি কেন দূরে থাকো
কার সাথে কথা বলো?
মিটিমিটি কেন জ্বলো রাতের আকাশে?
আমার মা’ কি তোমার কাছে?
বলোনা আমাকে।
কে আছে তোমার পাশে
ঐ আকাশে?
শুনেছি সেখানে নাকি আমার মা’ আছে
যাবে কি আমায় নিয়ে তোমার আকাশে?
আমি পাখি হবো,দূরন্ত চিলের ডানায় চড়ে
তোমার কাছে আসব,
তোমার কি ভালো লাগে মাটির পৃথিবী গাছ,ফুল,ফল?
কি খাবে কি নিয়ে আসব বলো?
নদী সমুদ্র,পাহাড়,জঙ্গল লক্ষ্য মাইল আমি পাড়ি দিব।
তুমি যা চাইবে তাই নিয়ে আসব।
শোন না!!
তুমি কি তার সাথে কথা বলো রোজ?
তাকে একটু গিয়ে বলবে
সে কেন চলে গেল আমায় একা ফেলে?
ও তারা,শোন আমাকে;
দিনে আমি দেখিনা মা’কে
রাতে শুধু খুঁজি তাকে,
দাওনা তারামনি আমায় তাকে খুঁজে,
দাওনা আমায় একটু
মায়ের চুমু দিয়ে ঘুম পাড়িয়ে।