অসময়
রাসপি সরকার
কেন কবি আজ লিখছ না কিছু ?
কেনইবা বন্ধ আজ দখিণা দোয়ার?
রক্তের গন্ধে ম্লানে একাকার,
তুলে ধরো একবার তাদেরি ধিক্কার।
যেমনটা শহীদের রক্তে ভিজেছিল রাজপথ
৫২ এর সংগ্রামে চেতনারি সৈকত,
বৈষম্য কেন আজ অলিতে গলিতে?
এই কি তবে যুদ্ধের স্বাধিনতা
গেথে ছিল একাত্তরের বলিতে।
কবি চাহিয়া দিক বেদিক,
অশ্রু ভেজা ক্লান্ত সুরে বলে –
❝কোথায়? কোথায়? কোথায় আজ
আমার শহীদের গড়া সোনার সংসার?
যারা একটি ফুলকে বাঁচাবে বলে
হলি খেলেছিল রক্ত দিয়ে;
কেউইবা করেছিল পঙ্গুত্ব বরণ
স্বধিনতার নেশায় জেগেছিল প্রহার।❞
বলি ওগো কবি,❝ ইহাই কি রঙ্গ মোর সোনার বাংলার?❞
যাহার নেশায় ঐ টুঙ্গিপাড়ার খোকাটা
কাটিয়েছিল দিন কি দিন জেলে,
করিতে নিপাত দেশের সংঘাত হামলা।
কবি উদাসিনী মনে বলে,
আহ! কী লজ্জা,
শিক্ষায় বৈষম্য, কর্মে বৈষম্য
বৈষম্য, বৈষম্য আর বৈষম্য
কি পেল মোর সোনার ফুলেরা?
তবে কি ভবিষ্যৎ তাদের ঝির্ণ শির্ণ।
রক্ত ঝড়ল আজ আমার ভাইয়ের
সাঈদ,রাফি,জিল্লুর আরও অনেকের
তাদের ছিল না কোনো রাজনৈতিক অহিংসা
তবে শেষ কই এই নাম না জানা ঝড়ের?
এই সর্বভৌমত্ব,এই দেশ,এই সমাজ
কোথায় তাদের কান্ডু জ্ঞানের বিরাজ?
৭১ এ যে সংগঠন মোর করেছিল দেশ স্বাধীন
আজ ২৪ শে এসে সকল চেতনা ভুলে,
সে লজ্জাহিন ভাবে করেছে রংবাজ।
কাঁধা থামছে না আর এই ঝির্ণ সময়ে,
তবে কি আগাম দিচ্ছে গৃহযুদ্ধের রৌপ্যময়ে?
কবে নিপাত হবে সকল অশুভের বিজয়?
ধ্বংস হোক এই কালময়ী; ❝অসময়❞।