বৈশাখ
জেবুন্নেছা জেবু
সকালে পান্তা বিকেলের সাজ ঘুরাঘুরি
ঈদ বৈশাখ কাটছে ঘোরে দুর্দান্ত ছুটাছুটি,
প্রচন্ড গরমে ঘেমে একাকার
তবুও চলছে বৈশাখী বাহার।
মুরব্বীরা বলেন সাবধানে চলিও
দিনশেষে নিজেদের চরিত্র ঠিক রাখিও,
কেনো এতো নষ্টামী কেনো অসভ্যতা এতো?
উপলক্ষ্যে পেলেই করে ওরা বাড়াবাড়ি যতো।
শত ব্যস্ততায় বেড়েছে সুখের অভাব
তাই সবে সুখ খুজে হারিয়ে স্বভাব,
নববর্ষে এতোসব অপচয় বন্ধ করে
দুমুঠো অন্ন দাও দরিদ্র ঘরের তরে।
দেখো প্রকৃতি দিনশেষে বৃক্ষ যেমন,
শুন্য অসহায় তেমনি একাকী মনুষ্য জীবন,
যেতে যেতে যাবার থাকে না কোনো পথ
ভালোবাসাহীনতায় হবে মূল্যহীন সকল শপথ।।
________