শিক্ষাগত যোগ্যতা যদি টাকা-পয়সার যোগান দিত,,
তাহলে সকল মহা পন্ডিতগন কোটিপতি থাকতেন,,,,
অকর্মঠ ব্যক্তিদের যদি খাদ্যের অভাব হইত,
তাহলে,,
প্রতিটি মাঠে কাজ করা কৃষকভাই ও রিক্সাওলারা কোটিপতি হইতো,,
খাদ্যের গোডাউন করত,,,,
কারও ধন আছে নেই কোন মোন,,,
কারও মোন আছে নেই কোন ধন,,,
কারও যোগ্যতা আছে মূল্য নেই,,,
কারও মূল্য আছে তার যোগ্যতা নেই,,,
কারও শিক্ষা আছে সুশিক্ষা নেই,,,,
ঠিক যেমন ঢাল-তলোয়ারবিহীন বিধিরাম সর্দার,,,
মহান আল্লাহপাক সবাইকে যেমন সব কিছু দেন,, আবার তা সব কিছু কেরেও নেন
কিন্তু আমরা অপদার্থরা সাবধান হই না