সাহিত্য পত্রিকা
সায়েন্স ফিকশন (Science Fiction) হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনি। এটি দূরকল্পসাহিত্যের একটি বিশেষ ধারা, যেটি সাধারণত উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ অনুসন্ধান, সময় ভ্রমণ, সমান্তরাল মহাবিশ্ব ও বহির্জাগতিক জীবনের মতো কল্পনাপ্রসূত ও ভবিষ্যৎ ধারণা নিয়ে কাজ করে। এটিকে ‘ধারণার সাহিত্য’ও বলা হয় এবং এটি প্রায়শই বৈজ্ঞানিক, সামাজিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের সম্ভাব্য পরিণতিগুলোকে অন্বেষণ করে।