কবিতা শব্দটি ভুল হয়ে যাক
মিথ্যে কথার প্রণোদনায়।
হারিয়ে যাক প্রাণের আস্ফালন
নদীও মিথ্যে হয়ে যাক
মিথ্যে হয়ে যাক সবুজ দিগন্ত,
পাখির কলরব…
যেদিন কবিতা থাকবে না
সেদিন তুমি আমি মিলে
করবো রচনা
এক নতুন পৃথিবী।
কবিতার দিন শেষ
মানুষ আর মানুষ ভালোবাসে না।
চলো, কবিতা না বুনে জীবন বুনি,
এক রঙ্গিন জীবন…
গড়ে তুলি পাথরের ইমারত।
এ’টুকুই সান্ত্বনা
কোনো ঝড়ঝাপটা
করবে না কাবু আমাদের…
পাথরের বুকে হৃদয় খুঁজে কি হবে বলো!
ছুড়ে ফেলে দাও কবিতা
জীবন হোক শত জৌলুষের আনন্দধাম।