Homeকবিতাপালাবার দায়!

পালাবার দায়!

কোথায় পালাবো? বলে দাও
কোথায় পালালে লুকানো যায়?
আহা জীবন! আহা কত অভিনয়!
জীবনটাজুড়ে শুধু পালাবার দায়!

এঘর থেকে ওঘরে, এবাড়ি থেকে ওবাড়ি
এদেশ থেকে ওদেশ, সমুদ্র দিয়েছি পাড়ি।
তবুও লুকানোর জন্য মেলেনি একটু ঠাই
ভুলতে চাই স্মৃতি, তোমাকেও ভুলতে চাই।

লুকিয়ে থাকা আজ ভীষণ জরুরী
স্মৃতিরা বরাবরই ধারালো তরবারী।
যতদুরে যাবে যেখানেই যাবে
স্মৃতিরা মুহুর্তেই কুড়ে খাবে
মনপাজর হবে ছিন্নভিন্ন
তার বিরহে, তার জন্য।

প্রিয়তমা, পালাতে না পারা কিযে কস্টকর
কতটুকু বুঝবে সে, যে তাড়িয়েছে বারংবার।

অরণ্য জুয়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য