পারফেক্ট দ্য নেক্সট
জেরীন ইসলাম
কটেজে এটাই আমার প্রথম ভ্রমণ। এটা একটা আকস্মিক পরিকল্পনা ছিল। ঈদের নামাজ শেষে আমরা বের হয়ে গেলাম। আমাদের বাসা থেকে কটেজে যেতে সময় লেগেছে প্রায় ৩ ঘন্টা। পাহাড়ের পাশেই কটেজ। এর নাম পোকনো মাউন্টেন।
দ্য পোকনো পর্বতমালা, বা পোকোনোস, মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের বনভূমি শিখর, হ্রদ এবং উপত্যকা জুড়ে রয়েছে। পূর্ব প্রান্তে পাখি সমৃদ্ধ ডেলাওয়্যার ওয়াটার গ্যাপ, নদী সৈকত এবং বিনোদন সুবিধা সহ। ট্রেইল এবং সেতুগুলি নিকটবর্তী বুশকিল জলপ্রপাতকে সংযুক্ত করেI কটেজের প্রিয় অংশ ছিল কটেজের পেছনে একটা দোলনা।
পরদিন সকালে আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ দোল খাচ্ছিলাম। কটেজের মালিক ছিলেন একজন শ্বেতাঙ্গ মহিলা। সে ছিল অসাধারণ। আমরা প্রাতঃরাশের জন্য স্থানীয় একটি রেস্টুরেন্টে বিরতি নিতে গিয়েছিলাম। সকালের নাস্তা সেরে লং ড্রাইভে গিয়ে বাসায় ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এটি একটি আশ্চর্যজনক সংক্ষিপ্ত ভ্রমণ ছিল।
আমিও সেখানে যেতে চাই, ট্যাক্সি ভাড়া কত
It depends, where you want to come from.
Very nice. I want to buy a cottage similar to this
Best of luck vaia . Make sure to contact a good realtor.
খুবই সুন্দর এবং গুছানো লেখা ধন্যবাদ তোমাকে
Thank you so much , much love and god bless.
এই বাড়িটি তৈরি করতে কি ধরনের কাঠ ব্যবহার করা হয়েছে
Most likely pine tree.