Homeকবিতাবদলে যাওয়া বসন্তে

বদলে যাওয়া বসন্তে

ভালোবাসা ধরে রাখার সামর্থ্য না থাকলেও ভালোবাসা কখনও হারিয়ে যায় না।
ভালোবাসার গল্পগুলো সময়ের সাথে সাথে তার অর্থ গুলোকে বদলে নেয়।
কেউ হারিয়ে যায়, আবার কেউ চলে যায়,
কিন্তু দু’জনেই জানে তাদের গল্পটা সময়ের সঙ্গে আলাদা হয়ে গেছে।
দু’জন পরষ্পর থেকে দু’জনের সরে যাওয়া নিরবে অনুভব করে।
প্রিয় মুহূর্ত গুলো স্মৃতি হয়ে জমা থাকে অতীত নামের স্মৃতি বাক্সে।
বতর্মানের ব‍্যস্ততায় মরিচীকা পরে অতীতের দায়বদ্ধতা।
শহরের রেস্তোরাঁয় মিডিয়াম আলোয় চলে কফির আড্ডা।
চেনা ব‍্যালকনিতে পুরনো গাছের বদলে নতুন নতুন গাছের জায়গা হয়।
বসন্তের শেষ পযর্ন্ত ফুলে ফুলে ভরে উঠে টবের গাছ গুলো।
সময়ের সাথে সাথে প্রিয় শব্দটা অপ্রিয় হয় না।
বরং তার নামটা বদলে যায়, তখন সেটা শ্রদ্ধেয় হয়ে যায়।
কিছু সম্পর্ক হাত বদল করে, কিন্তু মন বদল করার ক্ষমতা তাদের থাকে না।
তখন তারা সম্পর্কের সমীকরণ গুলো আর মিলাতে পারে না।
অতীত তাদের প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়,তারা আর স্থির হতে পারে না।
বতর্মানটা তাদের কাটে অস্থিরতায় ভর করে। যখন দেখে একদিন অবহেলায় হারিয়ে ফেলা খুব চেনা কেউ কফি হাতে অন্য কারো জন‍্য অপেক্ষা করছে।
নিউটনে সেই বিখ্যাত তৃতীয় সুত্র তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে
“প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে” ।

~~~ ০৪.০৪.২০২৪~~~~

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

উম্মে সামসাদ জেরীন
উম্মে সামসাদ জেরীন
মানুষ ঠিক ততক্ষণ অবধি ভালো থাকতে পারে,যতক্ষণ তার নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা অন্য কারো হাতে না যায়।

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য